দিনাজপুর বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭ বালক) ফুটবল টুর্নামেন্ট ২০২৩- অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ই জুন ২০২৩) দিনাজপুর বিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিয়া সংস্থার আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত সময়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত (ইউএন ও) তাসনিম আওনের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭ বালক) ফুটবল টুর্নামেন্ট ২০২৩- শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু। এ সময় আরো উপস্থিত ছিলেন,বিরামপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বাণু,সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেজবাউল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,অফিসার ইনচার্জ বিরামপুর থানা (তদন্ত) মমিনুল হক,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মো: আকরাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবীব,পলি প্রয়োগপুর ইউনিয়ন চেয়ারম্যান রহমত আলী, মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জোতবানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক লায়ন্স মোজাম্মেল হক,উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুস সালাম,পাইলট স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন।মুকুন্দপুর ইউনিয়ন ফুটবল খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ দল ও জোতবাণী অনূর্ধ্ব-১৭ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। উভয় দল নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলাটির শেষ হয়। উভয়ের মধ্যে ট্রাইব্রেকারে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়লাভ করেন। পরবর্তী সময়ে পলিপ্রয়োগপুর ফুটবল খেলোয়াড় -১৭ দল ও কাটলা ইউনিয়ন ফুটবল খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কোন অনূর্ধ্বদল গোল না করতে পেরে নির্ধারিত সময় শেষ করেন। পরে ট্রাইব্রেকারে কাটলা ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হন।
খেলাটি পরিচালনা করেন ওবায়দুর রহমান বিপ্লব ফওজার উপজেলা ক্রিড়া সংস্থার মুক্তি মাহমুদ খান ও মুস্তাফিজুর রহমান মাসুম খেলাটির সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ।