সদ্য কারামুক্ত গাইবান্ধা-৩,পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত নমিনী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু স্থানীয় জামায়াত-শিবির নেতা কর্মীদের সাথে নিয়ে২২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের মহেশপুর গ্রামে জামায়াত কর্মী শহীদ নাজমুস সাকিব ও মজনু মিয়ার কবর জিয়ারত করেছেন।
কবর জিয়ারত কালে তিনি শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে শহীদদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।
এই সময় পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু বক্কর সিদ্দিকসহ,পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন শহীদ নাজমুস সাকিবের পিতা জামায়াত নেতা জাহিদুল ইসলাম বুলুসহ অসংখ্য জামায়াত-শিবির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ জামায়াত নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুকে নিম্ন আদালত একটি হত্যা মামলায় ষড়যন্ত্র মুলক আমৃত কারাদন্ড দিয়েছিল। দীর্ঘ ১৯ মাস পর উচ্চ আদালত গত ১৯ জুন মুক্তি দেন।