রংপুরের হারাগাছ পৌরসভার ঐতিহ্যবাহী গৌরব দীপ্ত শিক্ষা প্রতিষ্ঠান দরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে আজ বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয়ে প্রয়াত শিক্ষক মজিবর রহমান স্যারের স্মরনে মজিবর রহমান স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ আলহাজ্ব শাহ আলম সাহেব, প্রধান আলোচক সাবেক অধ্যক্ষ কারমাইকেল কলেজ, সভাপতি রঙ্গপুর সাহিত্য পরিষদ ও রঙ্গপুর গবেষনা পরিষদ প্রফেসর মোজাম্মেল হক, বিশেষ অতিথি কবি ও ইতিহাস গবেষক আবুল কাশেম মাষ্টার, বিশিষ্ট শ্রমিকনেতা আমিন উদ্দিন বিএসসি, দরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিম সরকার, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণি, সাবেক সহকারী শিক্ষক সোলায়মান, সাবেক সহকারী শিক্ষক আব্দুল ওয়ারেছ, মজিবর রহমান এর জ্যেষ্ঠ্যপুত্র শাহিনুর রহমান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হারাগাছ সাহিত্য সংসদ দিলগীর আলম। আরও বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক মাসুম মোরশেদ, দরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল ইসলাম মুকুল, শিক্ষক মোফাখখারুল মিলন, সাবেক ছাত্রনেতা শামিউল আলম শিমু, এ্যাডভোকেট ওজিহার রহমান, কবি তাপস মাহমুদ, কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ কাওছার, মীরবাগ ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আইসিটি) আতাউল হাসান প্রমূখ। মজিবর রহমান স্মারক গ্রন্থের সম্পাদনা করেন হারাগাছ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।