মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় বড় ভাইয়ের পেটে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছোট ভাই। ১২ জুলাই বুধবার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রাখু প্রধান (৩৫) মনোহরপুর গ্রামের মৃত মকবুলার রহমানের ছেলে। এ ঘটনায় ঘাতক আকুল প্রধান (২৮)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নেশার টাকা জোগাতে বড় ভাই রাখু প্রধানের একটি শ্যালো মেশিন চুরি করে বিক্রি করে আকুল। এরই জেরে দুই ভাইয়ের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আকুল তার হাতে থাকা কাঁচি দিয়ে রাখুর পেটে কয়েকবার আঘাত করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাখুকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করেন।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘাতক আকুল নেশাগ্রস্ত ছিল তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।