চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে মথুরাপুর গ্রামে মানসিক যন্ত্রণা সইতে না পেরে বাড়ির সামনে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসলাম শাহ (৫৭) নামের এক বৃদ্ধ।
বুধবার (১২ জুলাই্) উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের মথুরাপুর (মন্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ইসলাম শাহ (৫৭) ওই এলাকার বাসিন্দা মৃত জেহের উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার নাতি মোঃ শাইন (১৭) গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং গাছ থেকে রসি কেটে নিচে নামায়, তখনও সে জীবিত অবস্থায় ছিল।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ নিহত ইসলাম শাহর মরদেহ উদ্ধার করেন। পরিবারের কারো কোন প্রকার দাবি না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।