জীবন আহম্মেদ,সোনারগাঁও :
নারায়নগঞ্জের বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মদনপুর কেওঢালা এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায়, আমানুল্লাহ আমান,ও শিশির নামে দুই যুবক নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় মোটরসাইকেল নিয়ে মদনপুর থেকে জাঙ্গাল যাওয়ার পথে, কাবার ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে দুই যুবক ঘটনাস্হলে মারা যায়। নিহত আমানুল্লাহ আমান, পূর্ব কেওঢালার মৃত মোদাস্বের মিয়ার ছেলে এবং নিহত শিশির মিয়া জাঙ্গাল, আমিনুল মিয়ার ছেলে। নিহত দুই যুবক সম্পর্কে আপন মামাতো ফুপাতো ভাই, কাঁচপুরের হাইওয়ে থানা ট্রাফিক ইন্সপেক্টোর ইব্রাহিম মিয়া জানান,ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক মারা যায়। এই বেপারে ঘাতক গাড়ীটি আটক করা হয়েছে।