রংপুরে কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
রংপুরে কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।
শনিবার দুপুরে নগরীর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে তিস্তা বাচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানীসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
আগামী ২রা আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেই মঞ্চে তিস্তা অববাহিকার কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণার দাবি জানান সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।