সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ০৪ জুয়ারী গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার, গাইবান্ধা, জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব কে এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা এর তত্ত্বাবধানে ০৫/০৮/২০২৩ খ্রিঃ তারিখ সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রি কালিন অভিযান পরিচালনা কালে এসআই/মোঃ তারেকুল তৌফিক এর নেতৃত্বে ইং ০৬/০৮/২০২৩ তারিখ রাত্রী ০৩.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ০৩নং তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামস্থ জনৈক মোঃ ডাবলু ডাক্তারের বাড়ীর উত্তর পূর্বে ইউক্যালিপটাস গাছের নিচে থাকা মোঃ রফিকুল মুন্সির ফাঁকা আবাদী জমির মধ্যে কতিপয় জুয়ারু টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলা অবস্থান জুয়ার বোর্ড হইতে জুয়া খেলার সরঞ্জাম (ক) বিভিন্ন নোটের নগদ ৩,৯০০/-(তিন হাজার নয়শত) টাকা, (খ) জুয়া খেলায় বসার কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের পলিথিন, (গ) ০২ (দুই) সেট খোলা DON তাস উদ্ধারসহ আসামী ১। মোঃ শাহিন মিয়া(৩৮), ২। মোঃ আলম শেখ(২৫), ৩। মোঃ হাফিজুর রহমান(২৮), ৪। মোঃ মমিনুল মিয়া @ মমিন(৩৪) দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৮/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১ রুজু করা হয়েছে।