ফুলবাড়িতে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো”নিসাচা”
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে নাবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও)মীর মোঃ আল কামাহ্ তমালকে ফুলেল শুভেচ্ছা জানালো”নিরাপদ সড়ক চাই”ফুলবাড়ী উপজেলার শাখার নেতৃবৃন্দ।
১০ আগস্ট(বৃহস্পতিবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সামাজিক আন্দোলন”নিরাপদ সড়ক চাই”ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ।
এসময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান”নিসচা’র নেতৃবৃন্দ।
ফুলবাড়ী শাখার
সভাপতি সাংবাদিক লিমন হায়দারের নেতৃত্বে”নিসচা’র”
একটি প্রতিনিধি দল নবাগত ইউএনও’র সাথে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন”নিসচা” ফুলবাড়ী শাখার সাবেক উপদেষ্টা,ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা,ফুলবাড়ী বার্তার প্রতিষ্ঠাতা প্রকাশক সম্পাদক-সিনিয়র সাংবাদিক কৈলাস প্রশাদ গুপ্ত,
সহ-সভাপতি মুফতী তোফায়েল আহমেদ,সাধারণ সম্পাদক
মানিক মন্ডল,সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,
সমাজ কল্যাণ সম্পাদক ডা.সোলাইমন মন্ডল,
অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ,দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,সদস্য নাইমুর
রহমান ও আসাদুর রহমান হাবিব।
নিসচা-ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সড়ক নিরাপদ করতে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে সার্বিক সহযোগিতা কামনা করেন।এসময় তিনি নিসচা’র সদস্য বৃন্দকে সার্বিক
সহযোগিতা প্রদান করার
আশ্বাস দেন।