দীর্ঘ ১৪ বছর পর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন,,
মোঃ মিষ্টার ইসলাম
স্টাফ রিপোর্টার,,
দীর্ঘ ১৪ বছর পর রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ভোট হয়েছেন আজ
শুক্রবার ( ১১ আগস্ট ২০২৩ )
দিনাজপুর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২২০৯ প্রধান কার্যালয়,বটতলা মোড় রাজবাটি , সদর , দিনাজপুর ।
কার্যকরী কমিটির নির্বাচনে ২০২৩ – চুড়ান্ত ফলাফল ঘোষণা,,
সাধারণ সম্পাদক পদে, মোঃ খায়রুল ইসলাম ভোট পেয়েছেন ৯০ টি প্রতিদ্বন্দ্বী মোঃ সাইদুল ইসলাম ভুট্টু ভোট পেয়েছে, ২২৯ টি ভোটে নির্বাচিত হয়েছেন ।
সভাপতি পদে, শ্রী শ্যামল চন্দ্র মহন্ত,ভোট পেয়েছেন ১৫৪ টি প্রতিদ্বন্দ্বী,, মোঃ আব্দুল গাফফার,ভোট পেয়েছেন ১৭৬ টি ভোটে নির্বাচিত হয়েছেন l
সহ সম্পাদক পদে, জুলফিকার আলী ভুট্টু, ভোট পেয়েছে ১৩২ টি প্রতিদ্বন্দ্বী মোঃ সাখাওয়াত হোসেন, ভোট পেয়েছেন ১৮৪ টি ভোটে নির্বাচিত হয়েছেন l
দপ্তর সম্পাদক পদে, মোঃজাহিদুল ইসলাম, ভোট পেয়েছেন ৩৫ টি প্রতিদ্বন্দ্বী মোঃ রেজা ভোট পেয়েছেন ২৫৭ টি ভোটে নির্বাচিত হয়েছেন l
মোট কমিটির নয় জন থাকলেও বাকি পাঁচ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন,