বিরামপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবকের কারাদণ্ড
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফারুক হোসেন (২৮) নামের একজনকে আটক করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের কাবাজ উদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত হলেন,নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গলাকাটা ইউনিয়নের শুবকাই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের কাবাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফারুক হোসেন ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
এসময় বিরামপুর থানার সাব- ইন্সেপ্টের এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগীতা করেন বলে জানা যায়।