:
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী পরিচালক বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটবীজ উৎপাদনকারী ৭৫ জন পাটচাষী উপস্থিত ছিলেন। খোরশেদ আলম বলেন, পাট হচ্ছে আমাদের সোনালী আঁশ। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে পাট চাষে মানুষকে উদ্বুদ্ধ করা। অন্যান্য ফসলের পাশাপাশি পাট চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। হতে পাট চাষীরা যেমন লাভবান হবে অপরদিকে দেশকে বৈদেশিক মুদ্রা এনে দিতে সহযোগিতা করবে।