সনাতন ধর্মের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ০৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের আয়োজনে ইউপি ভবনে বুধবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ০৫নং খয়েরবাড়ী ইউনিয়নের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিরেশ্বর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক মানিক সরকার।
এছাড়াও উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য কমল মহন্ত, দীপক রায়, পুজা উদযাপন পরিষদের ইউনিয়ন সহ-সভাপতি শচীন্দ্র বর্মন, মহেন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক অন্তর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ০৬ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমীর অনুষ্ঠান কে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পুজা উদযাপন পরিষদ।