বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়। মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল স্টাফ রিপোর্টারঃ দেখে মনে হতে পারে এটি কোনো ময়লার বাগাড়। আসলে এটি কুমিল্লার বরুড়া পৌরসভার প্রাধান খাল।
একসময় বরুড়া বাজারে বড় বড় ব্যবসায়ীরা এই খালেই নৌকা চড়ে বানিজ্য করতে আসতেন। উপজেলা প্রশাসনের নাকের ডগায় এই খাল দখল করতে করতে অস্তিত্ব হাড়াতে বসেছে এখন। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী, ক্ষমতাশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরাই খালের বেশিরভাগ অংশ দখল করায় এটি দখল মুক্ত হচ্ছে না।
শত বছরের পুরাতন খালটি পানি নিষ্কাশনের অবশিষ্ট অংশটুকুও ময়লা আবর্জনায় ভরে গেছে। বরুড়ার জিনসার থেকে বরুড়া থানা ও বরুড়া পাট বাজার পর্যন্ত খালটির একই অবস্থা। শতবছরের পুরান খালটি খননের কাজ শুরু করেছিলেন তৎকালীন মহাজোটের সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন। কিন্তু অদৃশ্য কারনে খনন কাজ জিনসার গ্রামের এসে বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, অনেকে এই খালটির পাড় দখল করে বাড়ি ঘর দোকান পাট করে খালটি সুরু করার কারনে এই ময়লা আবর্জনা জমার মুল কারণ হয়ে দাড়িয়েছে।
বর্তমানে পৌর কতৃপক্ষের উদাসিনতায় খালের মধ্যে ময়লা আবর্জনা জমে জমে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। ফলে পথচারী ও দুই পাড়ের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাছাড়া পরিবেশ দূষণ ও রোগবালাই বৃদ্ধি পাওয়ার পাচ্ছে। মশা মাছির বৃদ্ধি হয়, শিশু হতে বৃদ্ধ বয়সী লোকেরা ডায়রিয়া, মেলেরিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে বেশী। স্থানীয় বাসিন্দাদের প্রাণের দাবি, বগুড়া উপজেলা প্রশাসন ও বরুড়া পৌর মেয়র এ বিষয়ে নজর দিবেন।