বিরামপুর খানপুর ইউনিয়নের পুরানো পরিষদ ভবনের বেহাল দশা
(দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে খানপুর ইউনিয়নের পুরানো পরিষদ ভবনের বেহাল দশা স্থানীয় জনসাধারণের অভিযোগের সূত্র ধরে জানা যায়। আজ (৭ সেপ্টেম্বর-২৩) দিনাজপুর জেলার অন্তর্গত বিরামপুর উপজেলাধীন ৩ নং খানপুর ইউনিয়নের পুরাতন ইউনিয়ন ভবনের বেহাল দশায় স্থানীয় জনসাধারণের অভিযোগ উঠেছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে জানা যায়,৩ নং খানপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনটি অকেজো অবস্থায় পড়ে থাকতে দৃশ্যমান্য হয়েছে।
এমন অবস্থায় উক্ত পুরাতন ভবনটির দরজা জানালা সহ ভবনের দেয়াল ধসে পড়ছে। পাশাপাশি অবহেলায় অযত্নে দৃশ্যমানে অবলকন করা যায়। এবিষয়ে স্থানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন অনেকদিন হলো উক্ত পুরাতন ইউনিয়ন ভবনটি নতুন ইউনিয়ন ভবন তৈরি করার পর হইতে উক্ত ভবনটি অবহেলায় অযত্নে পড়ে থাকতে দেখা যায়। চারিদিকে অপরিষ্কার গাছপালা ময়লা আবর্জনায় ভরা দৃশ্যমান জনিত কারণে ডেঙ্গু রোগ সহ বিভিন্ন ভয়ংকর রোগের সংক্রমনের সম্ভাবনা রয়ে গেছে।
উক্ত মারাত্মক রোগের সম্ভাবনার কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের বিভিন্ন ব্যাধি হওয়ার সংশয় রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে তারা আরো বলেন উক্ত ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্থানীয় মাদক সেবীরা তাদের প্রধান আখড়া হিসাবে ব্যবহার করে চলেছে। উক্ত ভবনের বিষয়ে স্থানীয়ভাবে অনেকবার অবগত করার পরেও কোন কাজ হয়নি। উক্ত ভবনটি এভাবে পড়ে থাকায় বিশেষ করে স্থানীয় যুবকদের অপ্রীতিকর ঘটনার ও মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়েরমূল স্থাপনা হিসেবে দেখা দিয়েছে। উক্ত বিষয়ে স্থানীয় জনসাধারণ স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।