চিরিরবন্দরে দয়া-রবীন কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন
দিনাজপুর চিরিরবন্দরে বৃহস্পতিবার বিকেলে (৭সেপ্টেম্বর) তেতুলিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার সংলগ্ন গোন্দল গ্রামে দয়া-রবীন কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করলো চিরিরবন্দরের কৃতি সন্তান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক এবং চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসানাতের তত্ত্বাবধায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন এল এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী, স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল আলম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ, নূরে কামাল, জাকির হোসেন প্রমুখ।