সুন্দরগঞ্জে নৌকার প্রার্থী না থাকলে, ভোটার আইডি কার্ড অন্য উপজেলায় স্থানান্তর করবে যুবলীগ নেতা-
সুন্দরগঞ্জ(গাইবান্ধা),প্রতিনিধিঃ আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।শ্লোগানে শ্লোগানে মুখোর রাজপথ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা,দেশজুড়ে একই আলোচনা। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যদিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যায় নিয়ে- আবারও উন্নয়নের পক্ষে সমর্থন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।অপরদিকে, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার মিশন।
অনেক আলোচিত সমালোচিত আসন হিসেবে পরিচিত ২৯ গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থাকায় জাতীয় পার্টিকে এই আসনটি আওয়ামী লীগ ছেড়ে দিলেও এবার গুরুত্বপূর্ণ এই আসনটিতে নিজেদের প্রার্থী চায় ক্ষমতাসীন দল সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ।
ইতিমধ্যে এই আসনে নৌকার প্রার্থী না থাকলে নিজের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত ও ভোটার আইডি কার্ড অন্য উপজেলায় স্থানান্তরের সিন্তান্ত নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কামাল আজাদ।
শুক্রবার দুপুরে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, যারা উন্নয়নে বিশ্বাস করে না। যে লাঙ্গলের ফালায় রক্ত ভরে আছে সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য শহীদ মনজুরুল ইসলাম লিটন’র।সেই লাঙ্গলে ভোট দিতে হবে,সেটা আমি আর কখনো চাই না। তিনি আরো বলেন, লাঙ্গলে ভোট দিতে দিতে সুন্দরগঞ্জের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। অভ্যাস পরিবর্তনের জন্য নৌকা প্রতীক বরাদ্দ অত্যাবশ্যক।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, শহীদুল ইসলাম শহীদ, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম লিয়ন সহ আরো অনেকে।