বিরামপুরে নাশকতার চেষ্টায় জামায়ত শিবিরের ১৬ নেতা আটক
দিনাজপুর বিরামপুরে নাশকতার চেষ্টা কালে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে বিরামপুর থানা পু্লিশ। আজ শুক্রবার (১৫ সেপ্ট:) জুম্মার নামাজ শেষে পৌরশহরের পূর্বপাড়া মোড় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল করার সময় তাদেরকে আটক করা হয়েছে। এবিষয়ে পুলিশ জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাংলাদেশ জামায়েত ইসলামী ৮০/৯০ জন নেতাকর্মীগণ এক সঙ্গে হয়। মূহুর্তের মধ্যে মহাসড়কের উপর যান-চলাচল বিঘ্নসহ নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা চালায়। অর্ন্তঘাত মূলক কর্মকান্ডের সৃষ্টি করাসহ সাধারণ মানুষের বিঘ্নের সৃষ্টি করেন। যানবহন চলাচলকারীদের উপর অতর্কিত হামলা করার প্রাকালে ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। উক্ত আটককৃতরা হলেন,জামিল (৩৫), আ: মান্নান (৬৫),মোজাফ্ফর রহমান (৭৩),জিয়াউর রহমান (৩৭),নূর জামান (৪০),ওমর ফারুক (৩২),হাবিবুর রহমান (১৮),আনোয়ার হোসেন (৪০),রফিকুল ইসলাম (৫৫),আক্কাস আলী (৩২), ইসলামইল হোসেন (৩২),সামছুদ্দিন আহম্মেদ (৫৫),আনোয়ার হোসেন (৪৫), নাঈম ইসলাম (১৮),সাজ্জাদ্দুর রহমান (২০),তোতা মিয়া (৬৭)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টাকালে ১৬জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।