জাঁকজমক গাঁজার ব্যবসাঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১০ নং শান্তিরাম ইউনিয়ন এর ২নং ওয়ার্ড পরান মৌজা( উত্তর পরান) এর বাসিন্দার ১। মোঃ আব্দুর কাদের মিয়া পিতা মৃত- মফিজ উদ্দিন ২। মোঃ সবুজ মিয়া ৩। মোছাঃ বিউটি আক্তার উভয়ের পিতা মোঃ আব্দুর কাদের মিয়া। এরা ৩ জন মিলে দীর্ঘ দিন থেকে গাঁজার ব্যবসা করে আসিতেছে। এলাকার লোকজন নিষেধ করে কোন ফলপ্রসূ হয়নি বরং উল্টো মামলার হুমকি দেয়। এর জন্য কেউ এগিয়ে আসেনি।
এই গাঁজা ব্যবসার কারণে এক বছর আগে ১ নং ব্যক্তি হাযজ খেটে ছিল। হাযজ থেকে জামিন পেয়ে আরো ছেলে ও মেয়েকে নিয়ে জাঁকজমক ভাবে গাঁজা আমদানি করে পুরো এলাকায় ব্যবসা শুরু করেছেন। প্রতিদিন কমপক্ষে ১০০ থেকে ১৫০ জন গাঁজা খোঁড় গ্রাহক ১৫০ টাকার দামে গাঁজা পুড়িয়ে ক্রয় করতে আসেন।
এমনকি গাঁজা ক্রয় করার জন্য দুর দুরান্ত থেকে সাইকেল, মোটরসাইকেল ও অটোভ্যান যোগে গাঁজার পুড়িয়ে ক্রয় করতে আসেন।
এতে এলাকার মানুষ অতিষ্ঠ। কিন্তু মোঃ আব্দুর কাদের মিয়া, তার ছেলে মেয়ে মামলার হুমকি ভয়ে কেউ কিছু বলতে সাহস পারছেন না। অনেকে দুঃখ প্রকাশ করেন যে কমল মতি ছেলেরা গাঁজা খেয়ে আসক্তি হয়ে একটি সুন্দর জীবন নষ্ট হচ্ছে। এই গাঁজা ব্যবসা সম্পর্কে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কে অভিযোগ করে ছিলাম। চেয়ারম্যান সাহেব বলছেন আমরা অতি সত্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব। কিন্তু কোন ফলপ্রসূ হয়নি। তাই জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও অন্যন্যা কর্মকর্তা প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই অবৈধ গাঁজা ব্যবসা প্রতিরোধ করে এলাকায় লোকজন কে শান্তিতে বসবাস বা থাকতে দিন।