মেডিকেল কলেজ শিবপুর ইটাখোলা হবে। আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি।
নরসিংদী থেকে কামাল প্রধান অদ্য ৭/১০/২৩ ইং শনিবার বিকেলে বিসিক শিল্প নগর এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি মোহন বলেন,ঐক্যের কোন বিকল্প নেই,সকল দ্বিধা,দ্বন্দ্ধ ভুলে গিয়ে একত্রে কাজ করে দেশী,বিদেশী চক্রান্ত রুখতে হবে,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ( বিসিক) শিল্প মন্ত্রণালয়ের অধীনে নরসিংদী বিসিক শিল্পনগরী ( সম্প্রসারণ) শিবপুর,পুটিয়া সৈয়দনগরে অবস্থিত এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখতে গিয়ে তিনি এ কথা বলেন,অতি শীঘ্রই এটাখোলা চত্বরের পাশে মেডিকেল কলেজের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অফিসিয়াল কাজ প্রক্রিয়াধীন।পর্যায় ক্রমে শিবপুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।নরসিংদী জেলা প্রশাসক ড,বদরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি,মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়।
জাকিয়া সুলতানা সিনিয়র সচিব,শিল্প মন্ত্রণালয়। সিরাজুল ইসলাম মোল্লা সাবেক এমপি, নরসিংদী-৩ শিবপুর। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,পুলিশ সুপার নরসিংদী।স্বাগত বক্তব্য রাখেন মুহঃ মাহবুবর রহমান চেয়ারম্যান ( গ্রেড -১) বিসিক সভাপতি।শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোহসিন নাজির প্রমুখ।