হাতিয়া দ্বীপ সরকারি কলেজে একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
নোয়াখালীর হাতিয়ায় “হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেনের সভাপতিত্বে গেস্ট অব অনারঃ হিসেবে উপস্থিত ছিলেন ( হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য) আয়েশা ফেরদাউস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, নোয়াখালী -০৬ হাতিয়া ও সভাপতি, হাতিয়া উপজেলা আওয়ামীলীগ) মোহাম্মদ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হাতিয়া উপজেলা নির্বাহী সুরাইয়া আক্তার লাকী। এই সময় বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এমপি বলেন- হাতিয়া থেকে অনেক ছাত্র ছাত্রী বাংলাদেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, ঐ ভাবে পড়াশোনা করলে তোমরা বাংলাদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ার সুযোগ পাবে।আজ আমরা তোমাদের বরণ করে নিচ্ছি তোমরা শিক্ষদের কে শ্রদ্ধা করবা। আগামী নেতৃত্ব তোমরাই দিবে।
তাছাড়া সাবেক এমপি মোহাম্মদ আলী হাতিয়াকে উদ্দেশ্য করে বলেন – এই দ্বীপ এক সময় জলদস্যুর বনদস্যুর হাতে জিম্মি ছিল।তাদের হাত থেকে এই দ্বীপ টাকে বাচিয়ে রাখতে অনেকের জীবন দিতে হয়েছে। অনেকের ঘরবাড়ি জ্বলেপুড়ে গেছে। তিনি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন প্রত্যেক টা শিক্ষক শিক্ষার্থীদের বাড়িতে যায় প্রতি সাপ্তাহে এবং মাসে মাসে তাদের পরিক্ষা নেয়। হাতিয়ায় শিক্ষার হার বেশি। আরো বড়বে ইনশাআল্লাহ। তোমরা সেই লক্ষ্যে পড়াশোনা কর।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।