বিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ৩জন ব্যবসায়ির জরিমানা
দিনাজপুর বিরামপুরে ভোক্তা অধিদপ্তর অভিযানে ৩জন ব্যবসায়ীকে জরিমানা করেছে। আজ বুধবার (১১ অক্টোবর-২৩ ) দুপুরে পৌরশহরের রেল স্টেশন এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন। উক্ত অভিযানে ৩টি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উক্ত ব্যবসায়িদের কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাহিন টি ষ্টল-৫০০০ টাকা,খলিল টি ষ্টল-১০০০ হাজার টাকা,বেলাল ষ্টোর-২০০০ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি,বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ইসমাইল হোসেন,বিরামপুর থানার সিনিয়র উপ-পরিদর্শক আব্দুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স স্থানীয় সুধীজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন,নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবসায়িদেরকে সচেতনতা করাসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। তবে বাজার মনিটরিং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।।