গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ অক্টোবর এই দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা ত্রাণ কর্মকর্তা মো. জুয়েল মিয়া, জেলা আনসার ও ভিডিপি কমান্ডডেন্ট মো. আরিফুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় দিবসটি পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ও ভুমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের প্রদর্শনী দেখানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।