জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শাকিল আহমেদ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ । প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। বাছাই কমিটি, রংপুর বিভাগের সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে শাকিল আহমেদ শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৫ তম ব্যাচের সদস্য শাকিল আহমেদ। ২০২৩ সালের ৩ই এপ্রিল জেলা প্রশাসক হিসেবে দিনাজপুরে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নএ অবদান রাখাসহ বিনোদন প্রেমী শিশু ও সর্বশ্রেণীর মানুষের মন জয় করেছেন। এছাড়াও তিনি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক অনুদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।