ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন থেকে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফয়সাল নামের দশম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রকে আটক করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। জানাগেছে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্য পাড়ার কৃষক আব্দুর রশিদের ছেলে সে উপজেলার ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফয়সাল গত বুধবার ২২শে নভেম্বর নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান থেকে হঠাৎ তাকে নাশকতার মামলায় অজ্ঞাতনামা গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে আটককৃত ফয়সাল কোন রাজনৈতিকের সাথে সম্পৃক্ত না এবং সে রাজনীতি হিসেবে কোন কিছু বুঝেও না ফয়সাল সবেমাত্র দশম শ্রেণীতে লেখাপড়া করছে এবার তার এসএসসি সমমান পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ গ্রেফতার হওয়ার কারণে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা করছে এলাকাবাসী ও তার পরিবার,বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা, কি কারনে কোন বিষয়ে তাকে আটক করেছে তা সঠিক বলতে পারছে না তার পরিবার, এলাকাবাসী ও তার স্কুল পড়ুয়া বন্ধুদের দাবি দ্রুত ফয়সাল কে মুক্তি দিয়ে তাকে তার পাঠ্য দানে ফিরিয়ে দেওয়া হোক৷