রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন এর বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে
শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরীক্ষায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে ৬৩৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণ কারী সকল পরিক্ষার্থী ও হল গার্ড, হল সুপার সহ সংশ্লিষ্ট সকলের জন্য, উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর ব্যাক্তিগত তহবিল থেকে পরিক্ষা সংশ্লিষ্টদের জন্য খাওয়ার এবং পরিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি ও নাস্তার আয়োজন করায়,রফিকুন-নবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু জাফর মোঃ ওমর ফারুক সহ সংশ্লিষ্ট সকলে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
ফাউন্ডেশনটি ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ফাউন্ডেশনের এর সঙ্গে যুক্ত আছেন প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর মোঃ ওমর ফারুক,চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লাহ বি.কম,ইকরাম হোসেন, নুরুল ইসলাম আজাদ, শাহাদাত হোসাইন, নুরুল আলম, আশরাফ উদ্দিন, তানভীর আহম্মেদ,রায়হান মাহমুদ , আব্দুল মান্নান, সহ অনেকে,।।
সংশ্লিষ্টরা মনে করেন এই বৃত্তি পরীক্ষাটি অব্যাহত থাকলে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে।