জহিরুল ইসলাম,ঠাকুরগাঁও (প্রতিনিধি)
তাঁর সততা, উদারতা, ন্যায়পরায়ণতা, কর্মনিষ্ঠতা, নিরহংকারী, নির্ভীক, যে কোন শ্রেণীর মানুষের সাথে সৌহার্দপূর্ণ আচরণ এবং অসহায় মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা সত্যিই ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষকে মুগ্ধ করেছে। এমন নির্লোভ বহুমাত্রিক কৃতিত্বের অধিকারী একজন আলোকিত মানুষ, যিনি মানুষ ও সমাজের জন্য নীরবে-নিভৃতে কাজ করে চলেছেন। মানুষকে সেবার মহাকর্মযজ্ঞের ব্যস্থতায় কাটছে তার বর্তমান সময়।
সাদা মনের আলোকিত মানুষটির নাম এস আই আতাউর রহমান। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এস আই, হিসেবে কর্মরত আছেন। প্রশাসনের মানুষ হয়েও সব শ্রেণির মানুষকে আপন করে নেয়ার গুণ রয়েছে তাঁর মধ্যে। তিঁনি সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোলা মনে। একজন সফল পুলিশ অফিসার হিসেবে ইতিমধ্যেই ঠাকুরগাঁও সদর থানার মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিঁনি।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সঠিক ও তথ্যবহুল সংবাদ রপ্ত করে ঠাকুরগাঁও সদর থানার মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর কাজকর্মের মাধ্যমে প্রতিনিয়ত উন্নত মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সুন্দর ও ভাল মনের মানুষ হলে জীবনের সকল পর্যায়ে ভাল কাজ করা সম্ভব এ বিষয়টির অন্যতম নিদর্শন এসআই আতাউর রহমান।
সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সর্ব সাধারণের কাছে। পুলিশের প্রতি অনেকের বিরুপ ধারনা থাকলেও এসআই আতাউর রহমানের মত সৎ অফিসারের জন্য পুলিশের ভাবমূর্তি অনেকটা উজ্জল হচ্ছে ।
ঠাকুরগাঁও সদর থানার কর্মরত পুলিশ অফিসার এসআই আতাউর রহমান বলেন, আমার কর্তব্য কাজে আমি কখনো আপোষ করি না। আমি সততার সাথে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয় ও ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইর্নচাজ ফিরোজ কবির স্যারের এর নির্দেশনা মোতাবেক সেবা মূলক কাজের মাধ্যমে, বাংলাদেশ পুলিশের ভাবমুর্তি উজ্জ্বল করার চেস্টা করে যাবো, ইনশাআল্লাহ্।