মোঃআকতারু জ্জামান স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক এর মনোনয়ন ফরম সংগ্রহ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা এ কে এম শরিফুল ইসলাম এর নিকট থেকে মনোনয়ন ফরমসংগ্রহ করেন নেতাকর্মীবৃন্দ।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারিকুল ইসলাম তারিক বলেন, “গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। তাই এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বিএনপি নির্বাচন না করলে আমি স্বতন্ত্র নির্বাচন করতে পারি আর আজ এলাকার মানুষ আমার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
তিনি বলেন, “চিরিরবন্দর-খানসামার প্রতিটি পরিবার আমার, প্রতিটি গ্রাম আমার প্রতিটি মানুষ আমার অত্যন্ত আপনজন। মানুষগুলোর সুখী সমৃদ্ধ জীবন ও হাসিমাখা মুখ দেখতে পাওয়াই আমার জীবনে একমাত্র লক্ষ্য। গত কয়েক বছর ধরে উপজেলা চেয়াম্যান এর দায়িত্ব পালনকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তাঁরা সকলেই এলাকার কাঙ্খিত উন্নয়নের জন্য এবার পরিবর্তন চায়”।
তারিকুল ইসলাম তারিক আরও বলেন, “সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, প্রতিটি এলাকায় সম উন্নয়নের প্রতিশ্রুতি,মাদকমুক্ত ও এলাকার বেকারত্ব সমস্যা দূর করতে এবং চিরিরবন্দর-খানসামার মানুষকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের সহযাত্রী করতে আমি কাজ করে যাব”।
তিনি আরও বলেন, “আধুনিক সমৃদ্ধ স্মার্ট দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) গড়তে, সবার উন্নত জীবন নিশ্চিত করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধিতে সকলেই ঐক্যবদ্ধ ভাবে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ”।