কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারে , আল্লার দর্গা ব্লাড ডোনারস ফোরাম আয়োজিত ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী২০২৩ ইং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আল্লার দর্গা ব্লাড ডোনারস ফোরামের সকল সদস্যদের মাঝে বিকেল ৪:০০ ঘটিকার সময় টি-শার্ট, ডিজিটাল ব্যাস ফিতা, স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। বর্ণাঢ্য র্যালি, দোয়া ও আনোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম( প্রধান উপদেষ্টা) তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মানবতার সেবাই কাজ করার আহ্বান জানান আমাদের সংগঠনটি ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মানুষের কল্যাণে নিয়োজিত আছে, আমরা
বিনামূল্যে মানুষকে রক্ত দান করি,
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন , বৃক্ষরোপণ কর্মসূচি,
মাদকমুক্ত বাংলাদেশ ও বাল্যবিবাহের প্রতিরোধ করাই আমাদের মূল লক্ষ্য।
দীর্ঘ সাতটি বছর এই সংগঠনের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। সকলের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ করে বলি এটা মানবতার সংগঠন তাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব থাকবে ইনশাল্লাহ
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের, প্রতিষ্ঠাতা পরিচালক (সাংবাদিক) মোঃ শিমুল হক, সোহাগ আলী২ (সাধারণ সম্পাদক) শাহিনুর রহমান (সাংগঠনিক সম্পাদক) সোহাগ আলী১ (ক্যাশিয়ার) , পারভেজ মোশারফ, (প্রচার সম্পাদক) রিভন আলী , , ইভা খাতুন , চুমকি খাতুন, উম্ম সালমা জুই ,তামান্না রহমান, , আল আমিন হোসেন, সাকিব হোসেন, বাধন হোসেন, রিমন আহমেদ, মাহাবুব আলম , রিয়াজুল ইসলাম রিওন। আরিফ হোসেন, সুমন রেজা, রিমন আলী, আব্দুল আল মামুন, রাফিউল ইসলাম
উক্ত অনুষ্ঠানটি ০৩/১২/২০২৩ ইং বিকেল ৪:০০মিনিট থেকে সন্ধা ৫:৩০ পর্যন্ত কার্যক্রম চলে।