নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী বিকেএসবি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মরিয়ম চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর আর্থিক সহায়তায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এর সুবিধাসহ ফ্রি একদিনের বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এ সময় ক্যাম্প চলা কালিন সহয়তা করে স্থানীয় সংগঠন সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম সউফ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প স্থান বজরা কঞ্চিবাড়ী( বি,কে,এস,বি) আদর্শ উচ্চ বিদ্যালয় বাজরা কঞ্চিবাড়ী, মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।৫ ডিসেম্বর, রোজ মঙ্গলবার সারাদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন লোকজনের উপচে পড়া ভির ধীকধীক করে সারা দিন রোগী আসতে থাকেন এবং পুরুষ ২০৫ জন ও মহিলা ৩০০ জন চক্ষু রোগীদের চোখ দিয়ে পানি পড়া, চুলকানো, পুছপাড়া, চোখ লাল হয়ে যায়, মাংস বৃদ্ধি, কাছে কিংবা দূরে কম দেখা, এলার্জি হওয়া বা প্রচন্ড মাথা ব্যথা ও চোখের ছানি পড়া সহ অন্যান্য রোগীদের চক্ষু চিকিৎসাবিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত
MBBS ডাক্তার দ্বারা সু- চিকিৎসা প্রদান করা হয়।
সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখা সহ চশমার পাওয়ার পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে লেন্স সহ চোখের পানি অপারেশনের সুব্যবস্থা করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধিদের সাথে কথা হলে তারা বলেন, অপারেশনের জন্য রোগীদের মরিয়ম চক্ষু হাসপাতাল হাসপাতালে নিজস্ব গাড়িতে রংপুর নিয়ে যাওয়া হবে এবং নিজস্ব গাড়িতে পৌঁছে দেওয়া হবে অপারেশনকৃত রোগীদের রোগীদের থাকা-খাওয়া ঔষধ ঔষধ ও কালো চশমা বিনামূল্যে প্রধান করা হবে।
এলাকার আব্দুল মান্নান বলেন, মুই অনেক দিন থেকে চোখে দেখং না, চোখে ঝাপসা দেখং, মাঝে মধ্যে চোখ দিয়ে পানি পড়ে। আজকে মাইকিং শুনিয়া ফ্রী চিকিৎসা নিবার আসনু। অপারেশন করলে একনা দেখপার পামো চোখ দিয়ে।
হামার সুন্দরগঞ্জের চেংরা গুলা ভালো একটা উদ্যোগ নিছে। চেংরা গুলার জন্য শত শত লোকের চিকিৎসা দিলো।