গোলাম রাব্বি সবুজ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি৷
আজ ০৭ ই ডিসেম্বর ঢাকার ধামরাইয়ে ধামরাই সরকারি কলেজের ক্যাম্পাসে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রথম বারের মত বিজ্ঞান মেলার শুভ উদ্বোদন করা হয়েছে ।
“মানুষ অজানাকে জানতে চায়,এবং তার ফলেই বিজ্ঞানের সৃষ্টি” এই স্লোগানে আজ ধামরাই সরকারি কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রথম বারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করে ধামরাই সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব। ১৬ ই ডিসেম্বর কে সামনে রেখে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ মো: সেলিম মিয়া বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক আশরাফুল আলম শুভ সহ ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্রলীগ নেতা পিয়াস বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাই বিজ্ঞান কে তরান্বিত করতে আমরা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এই আয়োজনকে স্বাগত জানাই এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করছি।