মামুনুর রশিদ মামুন, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১৬ মাসের রবিউল ইসলাম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
সোমবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোড়াখাই তেলীপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।
ঘটনা স্থলে গিয়ে যানা জানায়, বাড়ির পাশে রাস্তা খেলতে গেলে দ্রুত গতিতে ছুটে আসা ঘাতক ট্রাকটি রবিউল ইসলাম কে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পায় সে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি মহিউদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।