শহীদুল ইসলাম শহীদ, স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণে অংশগ্রহনে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, মাসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, সাংবাদিক সামছুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল শেষে মোমবাতি প্রজ্জলন করেন। এসময় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশুন্য করতে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, চলচ্চিত্রকার, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক,রাজনীতিক ও চিন্তাবিদসহ মেধাবী সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি হৃদয় বিদারক,মর্মস্পর্শী কলঙ্কিত দিন।