জেটিআইটি ফাউন্ডেশন মানবতার সেবায় একধাপ এগিয়ে
নিজস্ব প্রতিবেদক-
জেটিআইটি ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্পিং সহ অসহায় হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যের সেবা প্রদান করে যাচ্ছে। তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা,বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিক্ষা, এইচআইভি, হেপাটাইটিস বি সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনবরত অসহায়, গরিব, দুঃখী মানুষের মাঝে বিনামূল্যে শীতার্ত মানুষের শীতের পোশাক, হত দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ সহ হরেক রকমের সেবা প্রদান করেন জেটিআইটি ফাউন্ডেশন।
জেটিআইটি ফাউন্ডেশন মানবতার শীর্ষে সাফল্যের একধাপ এগিয়ে সকল ধরনের সেবা প্রদান করেন। সেই সাথে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিক্ষা, এইচআইভি, হেপাটাইটিস বি, শ্বাসকষ্ট রোগীদের নেবুলাইজারে গ্যাস, পথচারী শিশুদের পাশে দাঁড়ানো, এতিমখানায় সর্বাধিক সহযোগিতা, বন্যা কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা, মাদকাসক্ত ব্যক্তিদের সামাজিক পথে নিয়ে আনতে সহায়তা প্রদান করছেন, পথচারী শিশুদের জীবন যাপন এর ব্যবস্থা করে দেওয়া, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ বিতরণ, বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করা, নারী নির্যাতন বন্ধ করতে সহযোগিতা করা, রক্ত শূন্যতা রোগী কে রক্ত দান সহ সকল ধরনের সেবা প্রদান করেন জেটিআইটি ফাউন্ডেশন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, জেটিআইটি ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করছে। আমরা সেবা পেয়ে খুবই খুশি ও আনন্দিত।
জেটিআইটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সজল চন্দ্র বলেন, জনসাধারণের মাঝে বিনামূল্যে সকল ধরনের সেবা দিয়ে গর্বিত বোধ মনে করছি, জেটিআইটি ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে নিজেদেরকে মানব সেবায় নিয়োজিত রেখেছেন, যেকোনো সময় রক্তদানের জন্য প্রত্যেকটা সাংগঠনিক সদস্যবৃন্দ হসপিটালে ছুটে যান, উক্ত ফাউন্ডেশন টি অসহায় হতদরিদ্র এতিম খানার সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে আর্থিক সামাজিক চিকিৎসা বিষয়ক বিনামূল্যে সেবা প্রদানের উদ্দেশ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ দের প্রতি অনুরোধ জানিয়েছেন।