শহীদুল ইসলাম শহীদ,,(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ২৯’গাইবান্ধা-১সুন্দরগঞ্জ আসনের আওয়ামীলীগ ও জাতীয় পার্টি জোটের মনোনীত প্রার্থী সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গত ৫ বছরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনায় করণীয় বিষয়ে এমপির সামনে সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়নের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, জাপা নেতা মুন্সি আমিনুর ইসলাম সাজু, গফুর মন্ডল সহ সুন্দরগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।