শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি’র পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
গতকার শনিবার সন্ধায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে প্রয়াত এমপি শহীদ মন্জরুল ইসলাম লিটন এর বসতবাড়ীতে ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলমাস উদ্দিন সহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সরকার, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুছ আলী, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল সহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামীলীগ কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় মিসেস আফরুজা বারী আওয়ামীলীগে যোগদানকৃত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়।