মুন্সীগঞ্জে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।
মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক পলিটিক্যাল নেতা অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন সাহেব নিজ বাড়িতে উপস্থিতিতে রিকাবী বাজার টেঙ্গরে গতকাল ২৫ই ডিসেম্বর সোমবার বিকেল পাঁচটার সময় অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায় প্রকৃতপক্ষে যারা দুস্থ্য, গরীব,শীতে কাতর তাদেরকেই কম্বল দেওয়া হয়। উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগানোর জন্য আইসক্রীম ও জুস বিতরণ করেন। ধর্মীয় অনুশাসনের জন্য নিজ বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। শীতকালে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক গণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকেন বলে জানান।