শহীদুল ইসলাম শহীদ,
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলু মিয়া নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ৪৩০টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়, যার পরিমাণ দুই লাখ ১৫ হাজার।
গতকাল সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথা মায়ামনি মোড় থেকে আটক করা হয়। আটক লাভলু মিয়া (৫০) নাটোর জেলার সদর উপজেলার পাটোয়া পাড়া গ্রামের মৃত- ইব্রাহিম মোল্লার ছেলে।
থানা সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ শামছুল আলমের নেতৃত্বে চৌকস পুলিশ কর্মকর্তা এসআই প্রলয় কুমার বর্মা ও এসআই রাশেদুল ইসলাম এবং ফোর্সসহ পৌরসভার ঢাকা- রংপুর মহাসড়কের চারমাথা মায়ামনি মোড়ে অভিযান চালিয়ে শপিং ব্যাগে ২লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ লাভলু মিয়াকে আটক করা হয়। সেখানেই জিজ্ঞাসাবাদে আটক লাভলু মিয়া জানান,জাল টাকা গুলো রংপুর শহরের মডার্ন মোড় এলাকা থেকে সংগ্রহ করে গোবিন্দগঞ্জ শহর নাটোর ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ শামছুল আলম বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী লাভলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।