গজারিয়ায় ভোরের আলো সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্হদের মাঝে ঈদ উপহার বিতরণ।
গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়া উপজেলায় ভোরের আলো সংঘের উদ্যোগে ৭ ই এপ্রিল( মঙ্গলবার) জেএমআই রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও দুস্হদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ভোরের আলো সংঘের সভাপতি প্রকৌশলী দিদার আলমের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি ইডি প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইদ মোঃ লিটন, অফিসার ইনচার্জ(তদন্ত) মোক্তার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নৌসিফ রায়হান, প্রচার সম্পাদক মারুফ হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ রিদয় আহম্মেদসহ সংগঠনটির অন্যান্য নেতৃত্ববৃন্দ। সংগঠনটির উদ্যোগে অসহায় দুস্হদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী দিদার আলম বলেন, ২০২১সালে ৪১ জন সদস্য, তরুণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অরাজনৈতিক নেতৃবৃন্দ কে নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সামাজিক উন্নয়ন কাজের মাধ্যমে ঝরে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান নিয়ে কাজ করাই হবে আমাদের সংগঠনের মূল লক্ষ্য।