সুবর্ণচর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সেন্টার বাজার সংলগ্ন হাজী আবদুল আউয়াল সওদাগর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এনয়েত উল্যা বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রায় দুই হাজার রোয়াদারকে সাথে নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে