সুন্দরগঞ্জ আওয়ামীলীগের শান্তি সমাবেশ
বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগ। শনিবার উপজেলা দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের উপজেলা সভাপতি আফরুজা বারীর সভাপতিত্বে শান্তি সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমূখ।