নবাবগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে ডাঃ জাহিদ উপস্থিত
মোঃ গোলাম রব্বানী সবুজ নবাবগঞ্জ প্রতিনিধিঃ-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ১০ দফা দাবিতে যুগপৎ অবস্থান কর্মসূচী পালন করেছেন।
শনিবার (৮ এপ্রিল) দুপুুর ২টার দিকে উপজেলার স্মৃতিসৌধ চত্বর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নবাবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা কেন্দ্রীয় কর্মসূচির ১০ দফা দাবিতে একটি র্যালি বের করেন, পরে র্যালিটি
উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ফতেহ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুকতাদির রহমান বকুল, মহিলা সভানেত্রী শাবানা বেগম প্রমুখ।