মুন্সীগঞ্জ আওয়ামীলীগের নেতা সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার অভিযোগ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও সন্মালিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরীফের ওপর সাবেক মেয়র শাহিনের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার রাত পৌনে সাড়ে ১১টার দিকে রামগোপাল পুর ছৈয়েলবাড়ি ধোপাবাড়ি সড়কে এ ঘটনা হামলা ঘটে।
মনিরুজ্জামানের অভিযোগ, মিরকাদিম থেকে মিশুকে করে পঞ্চসারের তেলিরবিল এলাকায় বাড়িফেরার সময় পথরোধ করে হামলাকারীরা।
রিকাবী বাজার এলাকার প্রান্ত সম্পদ ও শুভকয়েকজন সন্ত্রাসী পিস্তল সুইচ গিয়ার রড ও লাঠিসোটা নিয়ে হামলা করে বলে অভিযোগ করেন। তিনি ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মনিরুজ্জামানের হাত পিঠ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক, অমর চন্দ্র দাস বলেন, জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।
এদিকে মনিরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে রিকাবী বাজার রামগোপাল পুরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিলে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ সন্মালিত সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনেও ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তি অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক দ্বন্দ্বের জেড়ে পতিপক্ষ হত্যার উদ্দেশ্য মনিরুজ্জামানের ওপর হামলা করেছে। হামলাকারীরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এ সময় মদদদাতাদেরও খুজে বের করার দাবি জানান তারা।