জেটিআইটি ফাউন্ডেশন এর আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন ও দিনব্যাপী ফ্রী হেলথ্ ক্যাম্পিং অনুষ্ঠিত
বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ
জেটিআইটি ফাউন্ডেশন কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে রংপুর বিভাগের আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় দক্ষিণ দপ্তরি পাড়া সদর দিনাজপুর, রংপুর বিভাগের আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন করেন জেটিআইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা সজল চন্দ্র ।
উক্ত অনুষ্ঠানে অফিস উদ্বোধন ও ফ্রী চিকিৎসা ক্যাম্পের সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখা এর পরিচালক মোঃ মোস্তফা কামাল আপন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেটিআইটি ফাউন্ডেশন এর পরিচালক মোহাম্মদ মিরাজুল ইসলাম ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ সানোয়ার হোসেন সরকার , কাউন্সিলর ১১ নং ওয়ার্ড সদর দিনাজপুর , জনাব মোঃ শাহিন আলম রাজ বি ইউ এম এস মেডিকেল অফিসার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুর , জনাব মোঃ কায়েস চৌধুরী , চেয়ারম্যান জেটিআইটি ফাউন্ডেশন , জনাব মোঃ শহিদুল ইসলাম সবুজ , চেয়ারম্যান নিউ চায়না ক্লিনিক , জনাব মোঃ মিরাজুল ইসলাম , পরিচালক জেটিআইটি ফাউন্ডেশন , জনাব মোঃ শাহ আলম শাহী , স্টাফ রিপোর্টার , চ্যানেল আই , জনাব মোঃ অন্তর মোল্লা , পরিচালক জেটিআইটি ফাউন্ডেশন, জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব চিরিরবন্দর শাখা, জনাব মোঃ মোরশেদুল হক , সহ-সভাপতি জেটিআইটি ফাউন্ডেশন , জনাব বাচ্চু কুমার কুন্ডু , ব্রাঞ্চ ম্যানেজার এলআইসি লাইফ ইন্সুরেন্স দিনাজপুর , জনাবা মোছাঃ সুমাইয়া আক্তার পরিচালক জেটিআইটি ফাউন্ডেশন , জনাব মোঃ তানভীর হোসেন , দপ্তর সম্পাদক জেটিআইজি ফাউন্ডেশন।
সেই সাথে অফিস উদ্বোধন ও ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠান শেষে দিনব্যাপী রোগীদের ডায়াবেটিস পরীক্ষা , রক্ত গ্রুপ নির্ণয় , প্রেশার নির্ণয় , চিকিৎসা পরামর্শ সহ রোগীদের মাঝে ফ্রিতে ওষুধ বিতরণ করা হয় ।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন এলাকাবাসী।