সুন্দরগঞ্জে সময়ের আলোর ৫ম বর্ষপূর্তি উদযাপন
দেলোয়ার হোসাইন-স্টাফ রিপোটারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, নিউ বেষ্ট ইলেকট্রনিকসের সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, মিতা-মুকুল হোমিও হল এর প্রতিষ্ঠাতা ডা.মোঃ আতাউর রহমান মুকুল, সাংবাদিক একেএম শামসুল হক, সময়ের আলোর প্রতিনিধি সুদীপ্ত শামীম।
এসময় উপস্থিত ছিলেন কালবেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক এমএ মাসুদ, সাংবাদিক শেখ মামুন উর রশিদ, ভোরের সময়ের প্রতিনিধি শহিদুল ইসলাম আকন্দ, প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি মোকছেদ আল মামুন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান, বিডি সমাচারের প্রতিনিধি এনামুল হক, আমার বার্তার প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, নতুন বাংলার সংবাদের পিন্টু সরকার, ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ রাজু, দৈনিক পরিবেশের প্রতিনিধি লিয়ন রানা, যুগান্তরের প্রতিনিধি আব্দুর রহমান শিপন, আজকের দর্পনের প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক গনজাগরণ পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন
সংগঠক নুর আলম নুর, প্রমূখ।
আমন্ত্রিতরা সবাই সময়ের আলো পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।