গোলাম রাব্বি সবুজ-ধামরাই ঢাকা।
মানুষ ভজলে সোনার মানুষ হবি এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইের চৌহাট ইউনিয়নের চর চৌহাট গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক লালন গানের মিলন মেলা, আব্দুল হাই আব্দুল আলিম মেম্বারের তত্ত্বাবধানে ১ দিন ব্যাপি এ মিলন মেলা শেষ হয় বৃহস্পতিবার রাতে, এ সময় গান পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আগত লালন কন্যা সিনথিয়া ইসলাম বিথী,মীম বাউল, দোতারা বাবু, ফকির লালচাঁন বাউল ও তার লালন দলের সদস্যরা, প্রতিবছরের মতো এবারও কনকনে শীতকে উপেক্ষা করে চর চৌহাট গ্রামের মকবুল পাগলার স্মরণে লালন গানের ভক্তরা আয়োজন করেন, দূর দূরান্ত থেকে আশা শত শত লালন গানের ভক্ত ও দর্শকদের উপস্থিতিতে জমে ওঠে এ আসর, এ আসর উপলক্ষ্যে বসে গ্রামীন মেলাও, আয়োজকেরা জানাই লালন প্রেমীদের সহযোগিতায় প্রতিবছরই এমন আয়োজন করা হবে।