কান্তজিউ মন্দির পরিদর্শনকালে রাজদেবোত্তোর এস্টেটের
পক্ষ থেকে ডিআইজি’কে সংবর্ধনা প্রদান
মামুনুর রশিদ, নিজস্ব প্রতিবেদক: রাজদেবোত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ’র নেতৃত্বে সদস্যরা রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি বাসুদেব বনিক ও তাঁর পরিবারের সদস্যদের শ্রী শ্রী কান্তিজিউ মন্দির পরিদর্শন করতে এলে তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি বাসুদেব বনিক মন্দিরের চারিপাশ এবং পূজা অর্চনা ও নিত্যভোগ সমন্ধে জিজ্ঞাসাবাদ করলে রাজ দেবোত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ বলেন, এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক এর নির্দেশে আমি দায়িত্ব গ্রহনের পর থেকে ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি হিসেবে পরিচিত শ্রী শ্রী কান্তজিউ মন্দিরের যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। এ ব্যাপারে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল এমপি সব বিষয়ে আমাদের সহযোগিতা করে আসছেন। তার আন্তরিকতার কারণে আগামীতেও মন্দিরের সার্বিক উন্নয়ন হবে বলে আমাদের বিশ^াস। এসময় কাহারোল থানার ওসি মোঃ রইস উদ্দীনসহ টুরিষ্ট পুলিশ বাহিনী ও স্থানীয় গনমান্য ভোক্তবৃন্দ উপস্থিত ছিলেন।