প্রথম বলা
জীবন আহম্মেদ:-
তোমার প্রাষাদ আমার মর্মের বিষাদের কারণ,
আমি তো চাইনি স্তুতি, বলেছো চারুদিয়েছো রিক্ত করে,আমি তো নিরুদ্দেশ, জানিনা কোথায় এর শেষ ।
শোন ইচ্ছে হয় হস্তে হস্তে রেখে মর্মের নিকুঞ্জে ফুটাতে কিঞ্চিৎ প্রনয়, সদা বল তুমি, প্রনয় করো, ইচ্ছে হয়েছে তাই করেছো নিখুঁদে অভিনয়, হাসিয়া খশিয়া মহুমধু অপরা,আপন ভাবিয়া করিনি হেনু তায় ইচ্ছে গুলো অপরাধী সাজে, হুশের বেহুশ হয়েছো,করিয়া মধুপান, তোমার স্তুতে আমার স্বস্হী এটাই জীবনের গান।