রাঙ্গাবালীতে বিএনপির মিথ্যা অভিযোগের প্রতিবাদ সংবাদ সম্মেলন
মোঃ আলী হোসেন মোল্লা
পটুয়াখালী জেলা প্রতিনিধ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে বিএনপির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার রাতে রাঙ্গাবালী সদরে বিএনপি তাদের নিজের কার্যালয় নিজেরা ভাঙচুর করে। তারপর রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ওপর দোষ চাপিয়ে দিয়ে গণমাধ্যমের কাছে মিথ্যা অভিযোগ করেন। বিএনপির অভিযোগকে মিথ্যা দাবী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল হাসান রুবেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীলিপ দাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ মৃধা প্রমুখ।