মামুনুর রশিদ মামুন-স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ(২৬ শে মার্চ) মঙ্গলবার বিকেলে ২নং মন্মথপুর ইউনিয়নের ল্যাম্প হাসপাতাল বাজারে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টির সদস্য কাজী আব্দুল গফুর স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল এম আনসারুল আজাদ,২নং মন্মথপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, রজব আলি লাল বাহাদুর, ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পাল, টিপু সুলতান, মাহফুজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণ করেন, শেষে শতাধিক স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শান্তা হোটেলে জাতীয় পার্টির প্রার্থীর জন্য দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়।